আগামী ১৬ই জুন প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে টাইগারদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে বেশ চমক দিয়েই দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। আজ বৃহস্পতিবার (৯ জুন) ১২ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।
টেস্ট স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনজন উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুদাকেশ মোটি ও ফাস্ট বোলার অ্যান্ডারসন ফিলিপ। ২১টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে থমাসের। মোটি খেলেছেন একটি টি-টোয়েন্টি, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডের সঙ্গে ছিলেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।
তাছাড়া ৩টি ওয়ানডে খেলা ফিলিপ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও খেলার সুযোগ হয়নি এখনো। একটি টেস্ট খেলা রেইমন রেইফারকেও রাখা হয়েছে স্কোয়াডে। রিজার্ভ খেলোয়াড় হিসেবে রয়েছেন চন্দরপল ও শেরমন লুইস।
ঘোষিত স্কোয়াডে নেই অভিজ্ঞ পেসার কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলকে। যদিও ফিটনেস টেস্টে পাশ করা সাপেক্ষে সুযোগ পেতে পারেন কেমার রোচ। বাংলাদেশের বিপক্ষে ছুটি চেয়েছিলেন জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তার ছুটি মঞ্জুর করেছে।তাই কোনো ফরম্যাটেই হোল্ডারকে পাবে না উইন্ডিজ।
১৬ই জুন টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৪শে জুন। ২রা জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি হবে ৩রা ও ৭ই জুলাই।
ওয়ানডে সিরিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচগুলো হবে যথাক্রমে ১০, ১৩ এবং ১৬ই জুলাই।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজেরি জোসেফ, কাইল মেয়ার্স, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস ও ডেভন থমাস। রিজার্ভ: ত্যাগনারায়ন চন্দরপল ও শেরমন লুইস।