সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া নামক স্থানে বাস, মোটর সাইকেল ও ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বুধবার (১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত এক জনের নাম আবু ওসমান, অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দ্রুতগামী বাসের ধাক্কায় খুলনা অভিমুখে যাওয়া মোটর সাইকেল ও ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন দুই জন। ফায়ার সার্ভিস ডুমুরিয়া স্টেশনের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালায়।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া। তিনি বলেন, নিহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।