২০২১ সালের ৬ই জানুয়ারি যুক্তরার্ষ্টের ক্যাপিটল হিলে দাঙ্গার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগি স্টিভ ব্যাননকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ৪ দিনের জিজ্ঞাসাবাদের পর আদালত এ রায় দেয়। শনিবার এ তথ্য জানায় বিবিসি।
বিবিসি জানায়, প্রাক্তন এ প্রকৌশলীকে কংগ্রেস অবমাননার দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাকে দুই বছরের জেল ও ২ লাখ ডলার জরিমানা করা হয়েছে। আগামী ২১শে অক্টোবর থেকে তার সাজার দিন ধার্য করা হয়েছে। এ দাঙ্গার ঘটনা তদন্তে কংগ্রেসনাল কমিটিকে সহযোগিতা করতে অস্বীকার করায় গত বছর অভিযুক্ত করা হয়েছিল তাকে।
তবে তার আইনজীবীরা উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ই জানুয়ারি দাঙ্গার সময় স্টিভ ব্যানন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনানুষ্ঠানিক উপদেষ্টা ছিলেন।