নানা নাটকীয়তার পর কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন উইলিয়াম রুতো। সোমবার (১৫ আগস্ট) দেশটির নির্বাচন কমিশন তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়।
নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গার চেয়ে খুবই কম ব্যবধানে এগিয়ে থেকে প্রেসিডেন্ট হয়েছেন উইলিয়াম রুতো। মাত্র ৫০.৫ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা পেয়েছেন ৪৮ দশমিক ৮ শতাংশ।
এর আগে, নির্বাচনে কারচুপির দাবি করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও ভাংচুর করেন ওডিঙ্গা সমর্থকরা।
নির্বাচন কমিশনের ৭ সদস্যের মধ্যে ৪ জনই ঘোষণা দেন, নির্বাচনে স্বচ্ছতা না থাকায়, যে ফলাফল আসছে তার দায় নেবেন না তারা। সবাইকে শান্ত থেকে আদালতের দ্বারস্থ হবার পরামর্শ দেন। এতে কয়েক দফা পিছিয়ে দেয়া হয় ফল ঘোষণা।
এবারই প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৫ বছর বয়সী উইলিয়াম রুতো। তিনি ১০ বছর ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তবে প্রেসিডেন্ট উহুরু কেনায়াত্তার সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যায়।