আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন তিনজন।
সোমবার (২৩ আগস্ট) কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জার্মান সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর সামরিক বাহিনীর পাশাপাশি কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আফগান নিরাপত্তা সদস্যরাও। সোমবার এক অজ্ঞাত বন্দুকধারী সেখানে হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জার্মানির সামরিক বাহিনী জানিয়েছে, কাবুল বিমানবন্দরে উত্তর গেটে অজ্ঞাত বন্দুকধারীর সঙ্গে গুলি বিনিময়ের সময় একজন আফগান গার্ড নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।
বিমান বন্দরের এই গেটে মার্কিন বাহিনী ও জার্মান বাহিনী দায়িত্বপালন করছে বলেও টুইটারে জানিয়েছে জার্মানির সামরিক বাহিনী।
এর আগে রোববার বিমানবন্দর গেটের সামনে হুড়োহুড়িতে ৭ জনের মৃত্যু হয়। এছাড়াও ১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণের পর থেকে বিমানবন্দরে ২০ জন নিহত হওয়ার কথা এর আগে জানিয়েছিল তালেবান ও ন্যাটো।