আরও এক বছর জ্লাতান ইব্রাহিমোভিচকে পাচ্ছে ফুটবল বিশ্ব। এসি মিলানের সঙ্গে আসছে মৌসুমের জন্য চুক্তি বাড়িয়েছেন সুইডিশ স্ট্রাইকার।
সোমবার (১৮ জুলাই) ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে মিলানের ক্লাবটি। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন ইব্রাহিমোভিচ। তবে চুক্তির বিস্তারিত জানায়নি চ্যাম্পিয়নরা।
ইতালিয়ান গণমাধ্যমের দাবি, হাঁটুর অস্ত্রপচারের জন্য মৌসুমের প্রায় অর্ধেক সময় মাঠের বাইরে থাকায় বেতন কমাতে রাজি হয়েছেন জ্লাতান। ২০২০ সালে দ্বিতীয়বারের মতো এসি মিলানে যোগ দিয়েছিলেন সুইডেনের অলটাইম টপ স্কোরার। শেষ ১১ বছরের প্রথমবারের মতো সিরিআয় শিরোপা জিততেও ছিলো তার দারুণ অবদান। আসছে অক্টোবরেই ৪১ বছরে পা দিবেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
দীর্ঘ খরা কাটিয়ে ২০২১-২২ মৌসুমে ২০১১ সালের পর প্রথমবার সেরি আ শিরোপা জিতেছে মিলান। ২০২০ সালের শুরুতে দ্বিতীয় মেয়াদে দলটিতে ফেরা ইব্রাহিমোভিচ এখানে নিজের প্রথম দফায়ও লিগ শিরোপা জিতেছিলেন।
চোটের কারণে গত মৌসুমেও খুব বেশি খেলতে পারেননি ইব্রাহিমোভিচ। মাত্র ১১ লিগ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। গোল করেছিলেন ৮টি। ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির সাবেক তারকা সবশেষ পুরো ৯০ মিনিট খেলেছিলেন গত জানুয়ারিতে।
সুইডেনের হয়ে রেকর্ড ৬২ গোল করা ইব্রাহিমোভিচ ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর জাতীয় দলকে বিদায় বলেন। তবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ২০২১ সালে অবসর ভেঙে ফিরে আসেন।