এশিয়া কাপ ক্রিকেটের জন্য দল ঘোষণা করেছে ভারত। তাদের ঘোষিত দলে বেশকিছু চমক রয়েছে। বিরাট কোহলি ও লোকেশ রাহুল ফিরলেও বাদ পড়েছেন মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ।
চোটের কারণে নেই জসপ্রীত বুমরাহ। তবে অফ-ফর্মের কারণে দলে জায়গা হয়নি শামির। এদিকে, বিশ্রাম থেকে ফিরেছেন বিরাট কোহলি ও ইনজুরি কাটিয়ে দলে সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল।
ব্যাটিংয়ে তেমন চমক না থাকলেও বোলিং বিভাগে চমক দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। দলে আছেন পেসার আর্শদীপ সিং, আবেশ খান আর লেগ স্পিনার রবি বিষ্ণোই। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনও আছেন ভারতের ১৫ সদস্যের এই দলে।
ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এশিয়া কাপের দলটাকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে রেখে দেবে ভারত। অস্ট্রেলিয়ার বুকে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় দুর্ঘটনা না ঘটলে দেখা যাবে তাদেরই। তবে বুহরাহ ফিরলে একটি পরিবর্তন নিশ্চিতভাবেই আসবে।
এশিয়া কাপের ১৫ সদস্যের ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পান্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং আবেশ খান।
স্ট্যান্ডবাই হিসাবে দলে আছেন শ্রেয়াস আইয়ার, দীপক চাহার এবং অক্ষর পাটেল।