অবশেষে সোশ্যাল মিডিয়া টুইটারের বিরুদ্ধে মামলা ঠুকতে বাধ্য হলেন ইলন মাস্ক। গতকাল শুক্রবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের একটি আদালতে এ মামলা করেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক। তবে স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমটি-এ অভিযোগ তুলে জুলাইয়ে চুক্তি থেকে সরে আসেন তিনি।
এরপর টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার। যার বিচার আগামী অক্টোবর থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। তবে আরও সময় চেয়েছিলেন তিনি।
মাইক্রোব্লগিং সাইটটি বলছে, উল্লিখিত দামেই ইলন মাস্ককে টুইটার কিনতে হবে। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত অভিযোগও করে বসলেন যুক্তরাষ্ট্রের বিদ্যুচ্চালিত গাড়ি নিমার্তা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
টুইটারের দাবির বিরুদ্ধে আইনি প্রতিরক্ষাসহ পাল্টা মামলা করেছেন ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়াটি বলছে, এ চুক্তি করতে বাধ্য তিনি। এক বিবৃতিতে মার্কিন ডেলাওয়ার রাজ্যের চ্যান্সেরি কোর্ট এসব তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, ১৬৪ পৃষ্টার মামলাটির গোপনীয়তা বজায় রাখা হয়েছে। জনগণ এটি দেখতে পাবেন না।