উয়েফা নেশন্স লিগে অস্ট্রিয়ার বিরুদ্ধে হারতে হারতে ড্র করেছে ফ্রান্স। ভিয়েনায় এরন্সট-হাপেল স্টেডিয়ামে শুক্রবার (১০ই জুন) রাতে নেশন্স লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
আক্রমণাত্মক শুরু করা ফরাসিরা ম্যাচের অষ্টাদশ মিনিটেই পায় গোলের সুযোগ। তবে কাজে লাগাতে পারেনি। এরপরও ফ্রান্স চাপ ধরে রেখে একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রাখে অস্ট্রিয়ার ডিফেন্ডারদের। তবে এর মাঝেই ৩৭তম মিনিটে এগিয়ে যায় অস্ট্রিয়া।
প্রতি আক্রমণে ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভাইমান।
প্রথমার্ধে পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় ফ্রান্স। তবে তাদের সব আক্রমণই আটকা পড়ছিল অস্ট্রিয়ার দেয়ালে। যখন মনে হচ্ছিল ম্যাচে হারের মুখ দেখছে বিশ্বকাপ জয়ীরা, তখনই স্বস্তি এনে দেন কিলিয়ান এমবাপে।
গ্রিজম্যানের বদলি হিসেবে নামা পিএসজি তারকা ৮৩তম মিনিটে দুর্দান্ত এক গোল করে ফরাসদির সমতায় ফেরান। তাতে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ফ্রান্স।
‘এ’ গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ক্রোয়েশিয়া। তাদের ও অস্ট্রিয়ার পয়েন্ট সমান ৪ করে। অস্ট্রিয়া আছে দুই নম্বরে। প্রথম দুই রাউন্ডে জেতা ডেনিশরা ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।