ইরাকের কারবালায় শিয়াদের একটি মাজারের ওপর পাহাড় ধসে পড়ে চারজন নিহত ও ছয়জন গুরুতর আহত হয়েছে।
সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত শনিবার এই ঘটনা ঘটেছে কাতারাত আল-ইমাম-আলি মাজারে। এখনো ধ্বংস্তূপে কেউ আটকে থাকতে পারে ধারণা করে উদ্ধারকাজ চলছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পশ্চিমাঞ্চলে অবস্থিত কাতারাত আল-ইমাম-আলি মাজ রের ওপর পাহাড় ধসের পর চারজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, পাহাড় কেটে বানানো হয়েছিল এই মাজারটি।