শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

ইমরান খানকে তলব করেছে ইসলামাবাদ পুলিশ

রিপোর্টারের নাম :
আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২২

সন্ত্রাসবাদ মামলার তদন্তের অংশ হিসেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও তলব করেছে ইসলামাবাদ পুলিশ। পুলিশের যৌথ তদন্ত দলের (জেআইটি) সামনে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়। খবর জিও নিউজের।

নিম্ন আদালতের বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলায় মারগাল্লা থানায় জেআইটির সামনে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান হাজির না হওয়ায় শনিবার এই নোটিশ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ইমরান খান ১২ সেপ্টেম্বর পর্যন্ত মামলার জামিনে আছেন। এ অবস্থায় বিকাল ৫টায় তদন্ত দলের সামনে হাজির হয়ে প্রশ্নের ব্যাখা দিতে অনুরোধ করা হচ্ছে। মামলার তদন্তে পুলিশকে সহযোগিতা করতে চলতি সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রীকে নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট।

গত আগস্টে এক ভাষণে ইমরান খান এক পুলিশ কর্মকর্তা ও বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে সন্ত্রাসবাদে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে জামিনে নেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ