ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের কারণে নির্বাচন না হওয়ার শংকা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রধান নির্বাচন কমিশনারের সাথে মতবিনিময় করে সাংবাদিকদের কাছে তিনি এ আশঙ্কার কথা জানান ।
ডা. জাফরুল্লাহ বলেন, আগামী নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ভুল। এর প্রতি মানুষের আস্থা নেই বলে মনে করেন তিনি।
এই মেশিনের মাধ্যমে প্রতারণার শঙ্কা থাকে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, কমিশনের এমন কিছু করা উচিত নয়, যাতে কিছু রাজনৈতিক দল নির্বাচনে না আসে। ইভিএমকে আরেকটি ভোটের চক্রান্ত বলে মনে করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা।
তবে, প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল বলেন, ইভিএমে কারচুপির সুযোগ নেই। এর প্রতি আস্থাশীল হয়েই কমিশন ১৫০ আসনে এটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, কোন রাজনৈতিক দল কি চাইলো সেটি বিবেচনায় নিয়ে কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়নি। ইভিএমের ব্যাপারে কমিশনের অনাস্থা না থাকায় এটি ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল ।