রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

ইনজুরির কারণে টরেন্টো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করলেন ওসাকা

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১১, ২০২২

পিঠের ইনজুরির কারনে টরেন্টো মাস্টার্সের প্রথম ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন চারবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাওমি ওসাকা। এর ফলে আসন্ন ইউএস ওপেনে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
প্রথম ম্যাচে এস্তোনিয়ার কাইয়া কানেপির কাছে ওসাকা ৭-৬ (৭/৪), ৩-০ গেমে পিছিয়ে ছিলেন। গত সপ্তাহে ওয়াশিংটন ওপেনে রানার-আপ কানেপির বিপক্ষে নাম প্রত্যাহারের আগে ৭১ মিনিট কোর্টে ছিলেন জাপানীজ তারকা ওসাকা। এ সময় কানেপি তিনটি ব্রেক পয়েন্ট অর্জন করেছেন।
ইনজুরির মাত্রা বেড়ে যাওয়ায় আর খেলা সম্ভব হয়নি ওসাকার। এ সময় তিনি বলেন, ‘ম্যাচের শুরু থেকেই পিঠে কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। কিন্তু তারপরেও জোড় করে খেলেছি। ভাল খেলার জন্য কানেপিকে অভিনন্দন। টুর্ণামেন্টের বাকি সময়টার জন্য তার প্রতি শুভ কামনা রইলো।’
গত এপ্রিলে মিয়ামির ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা ইগা সোয়াইটেকের বিপক্ষে পরাজিত হবার পর এ পর্যন্ত ৬টি ম্যাচে ওসাকা জিতেছেন মাত্র দুটিতে। এর আগে ইউএস ওপেনে পাঁচ বছর আগে একবার দেখা হয়েছিল কানেপি ও ওসাকার। ঐ ম্যাচটিতে জয়ী হয়েছিলেন ৩৭ বছর বয়সী কানেপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ