জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আগামীকাল ইউক্রেন সফরে যাচ্ছেন। দেশটির লভিভ শহরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করবেন তারা। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফানি দুজারিখের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে, লভিভে প্রেসিডেন্ট জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব। তাঁরা তিনজন শুক্রবার কৃষ্ণসাগরের ওডেসা বন্দর পরিদর্শনেও যাবেন।
এছাড়া, জাপোরঝিজিয়া পারমাণবিক কেন্দ্রসহ চলমান সংঘাত নিরসনে রাজনৈতিক সমাধানের প্রয়োজন নিয়েও আলোচনা করবেন তাঁরা।
আগামী শনিবার ইস্তাম্বুলে জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টার পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘ কর্মকর্তাদের নিয়ে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য ও সার রপ্তানির বিষয়টি দেখভালের জন্য এই সেন্টার গঠন করা হয়েছে।