ইউক্রেনের স্বাধীনতা দিবস আজ। ১৯৯১ সালের এদিন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। রাশিয়ার সাথে চলমান যুদ্ধের কারণে স্বাধীনতা লাভের পর এই প্রথম দেশটিতে কোন আয়োজন নেই।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, স্বাধীনতা দিবসে রাশিয়া হামলা চালালে পাল্টা জবাব দেবে তারা। এছাড়া রাশিয়ার দখল করে নেয়া ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের শাসন ফিরিয়ে আনার অঙ্গীকারও করেছেন জেলেনস্কি।
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন ও দার্শনিক আলেকসান্দর দাগিনের মেয়ে দারিয়া দাগিনাকে হত্যাকারী সন্দেহে নাটালিয়া ভভক নামে ইউক্রেনীয় এক নারী সেনা সদস্যের নাম ও ছবি প্রকাশ করেছে রাশিয়া। তবে, দারিয়া দাগিনা হত্যার দায় অস্বীকার করেছে ইউক্রেন।