ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরে রুশ হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শহরটির সিভারস্কি ডোনেটস নদীর উপর অবস্থিত একটি সেতু উড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। ফলে, শহরটি থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার বিষয়টি জটিল হয়ে দাঁড়িয়েছে।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মেলিটোপোল প্রশাসনিক কেন্দ্রে রাশিয়ার পতাকা উড়িয়ে অধিকৃত অঞ্চলের দখল পাকাপোক্ত করছে রুশ সমর্থিতরা। রোববার রাশিয়া দিবসও উদযাপন করেছেন স্বঘোষিত রুশ কর্মকর্তারা। মেলিটোপোলের বাসিন্দাদের রাশিয়ান পাসপোর্ট ইস্যু শুরু করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদসংস্থা আরআইএ নভোস্তি।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি রুশ সৈন্য হতাহত হয়েছে বলে দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।