ইউক্রেনের ডনবাস অঞ্চলের বেশ কয়েকটি শহরে লড়াই চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক শহর দু’টি ঘেরাও করে হামলা অব্যাহত রেখেছে তারা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ডনবাস অঞ্চলের স্বাধীনতা মস্কোর কাছে শর্তহীন অগ্রাধিকার। ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি।
এদিকে, ইউক্রেনের মধ্যঞ্চলীয় শহর ক্রিভি রিহে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এরই মধ্যে রাশিয়ার একটি ট্যাংক, আর্টিলারি, হেলিকপ্টারসহ বেশকিছু সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে তারা।
অন্যদিকে, আজ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নেতাদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ইউক্রেনকে সয়হয়তা ও রাশিয়ার বিরুদ্ধে নতুন কিছু নিষেধাজ্ঞার বিষয়ে সিন্ধান্ত নেয়া হতে পারে।