পুলিশের গুলিতে নিহত ভোলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ব্যাথিত মন নিয়ে বেশি কিছু বলার নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে শান্তিপূর্ণ এবং শৃঙ্খল কর্মসূচি পালন করেছে ছাত্রদল। আর যদি কোনো সহযোদ্ধা অন্যায়ভাবে গুলিবিদ্ধ এবং হত্যার শিকার হন তাহলে আর প্রতীকী কর্মসূচি নয়-রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ বলেন, সংগঠনের সভাপতি হিসেবে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের প্রতি কারো যদি কোনো কষ্ট থেকে থাকে তাকে ক্ষমা করে দেবেন। তাঁর হত্যার বিচার এই বাংলার মাটিতে হবেই।
এর আগে ৩১ জুলাই সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন নুরে আলম। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ আগস্ট) মৃত্যুবরণ করেন।