আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাাঁড়িয়েছে এক হাজার ১৫০ জনে। ভূমিকম্পের পর দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। চাপা পড়া লোকজনকে উদ্ধারে এখনও অভিযান চলছে।
ভয়াবহ এ ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কিছু এলাকায় সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। তবে আরও সাহায্য দরকার। শক্তিশালী ভূমিকম্পটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকটিকা প্রদেশ। সেখানে মারা গেছেন প্রায় এক হাজার মানুষ, আহত হয়েছেন অন্তত দেড় হাজার। ধ্বংস হয়ে গেছে তিন হাজারের বেশি ঘরবাড়ি।
পাকটিকার শীর্ষ তালেবান কমান্ডারের মুখপাত্র জানান, ওই এলাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নেটওয়ার্ক খুবই দুর্বল। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান পরিচালনা তালেবান প্রশাসনের সামনে কঠিন হয়ে দাঁড়িয়েছে।
গত আগস্টে সশস্ত্র গোষ্ঠীটি ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে বেশিরভাগ আন্তর্জাতিক সহায়তা বন্ধ। এর ফলে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে আফগানিস্তানের জন্য সহায়তার ঘোষণা দিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়ার মতো বেশ কিছু দেশ।
এদিকে, দেশটিতে কলেরার প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটির তথ্যমতে, আফগানিস্তান খুবই ভূমিকম্পপ্রবণ একটি দেশ। গত ১০ বছরে দেশটিতে ভূমিকম্পে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।