আফগানিস্তানে ভূমিকম্প ও বন্যার পর হাসপাতালগুলোতে সৃষ্টি হয়েছে মারাত্মক চিকিৎসা সঙ্কট। এতে দুর্ভোগে পড়েছে দেশটির কয়েক হাজার মানুষ। আজ (রোববার) এতথ্য জানায় বিবিসি। তারা আরো জানায়, ভয়াবহ ভূমিকম্প আর আকস্মিক বন্যায় আফগানিস্তানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার। ভূমিকম্পে ধ্বংস হয়েছে ১০ হাজারেরও বেশি বসতবাড়ি।
আর সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে সেখানকার আহত নাগরিকরা। দেশটির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে চিকিৎসা সেবা সঙ্কট। সেই সাথে রয়েছে সরঞ্জামের অপর্যাপ্ততা। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সংকট। দেখা দিয়েছে মানবিক সংকট।
যদিও এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে ত্রাণ সহায়তা আসতে শুরু করেছে। পাকিস্তান ও কাতার থেকে পৌঁছেছে ত্রাণবাহী কার্গো। আর ৭৫ লাখ মার্কিন ডলার সমমূল্যের মানবিক ত্রাণ পাঠাবে চীন। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।