প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেবে আর দলের নেতাকর্মীরা বসে থাকবে? তা হবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি আগুন নিয়ে খেললে তার পরিণতি ভালো হবে না।
মঙ্গলবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ সতর্ক বার্তা দেন।
বিএনপির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের অব্যাহত অগ্রগতিতে বিএনপি নেতাদের গাত্রদাহ হচ্ছে।’
বিএনপিকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের।