বাগদান,বিয়ে,বিবাহের অভ্যর্থনা,বিবাহ বার্ষিকী,জন্মদিনের অনুষ্ঠানকে পরিপূর্ণ রূপ দিয়ে প্রয়োজন সঠিক ম্যানেজমেন্ট। অনুষ্ঠানের ভেন্যু, খাবারের মেন্যু ঠিক করা, পাশাপাশি আত্মীয়স্বজনের পোশাক কেনা, যানবাহনের ব্যবস্থা করা, নিমন্ত্রণপত্র ছাপানো, স্টেজ সাজানো, তত্ত্ব গোছানো, ছবি ভিডিও সবকিছু মাথায় রাখতে হবে। এত কাজ তো আর একার পক্ষে করা সম্ভব নয়। তাই প্রয়োজন হয় ইভেন্ট ম্যানেজমেন্টের ।
এক ছাঁদের নিচে একই সাথে সব কিছু নিয়ে হাজির রয়েছে গল্পওয়ালা ইভেন্ট ম্যানেজমেন্ট কোঃ লিঃ। সাধ্যর মধ্যে সবার জন্য সব ধরনের প্যাকেজ রয়েছে এই প্রতিষ্ঠানের। আপনি আপনার চাহিদামত করে নিতে পারবেন আপনার যেকোন অনুষ্ঠান। বাংলাদেশের সর্বত্র সবাইকে সঠিক সময়ে সঠিকভাবে অনুষ্ঠানের আয়োজন করে দিবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি থেকে আপনি যেসব সার্ভিস নিতে পারবেন : বাগদান,হলুদ,বিয়ে,বিবাহের অভ্যর্থনা,বিবাহ বার্ষিকী,জন্মদিন, গানের জলসা, মেহেদি নাইট, ব্রাইডাল
শাওয়ার,ফটোগ্রাফি,সিনেমাটোগ্রাফি,ডিজে, সাউন্ড সিস্টেম,কনসার্ট,বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠান, কর্পোরেট ইভেন্ট,উদ্বোধনী অনুষ্ঠান,সংবাদ সম্মেলন।
বিস্তারিত জানতে ও বুকিং-এর জন্য যোগাযোগ করুন: ০১৬২২২২১১০১ এই নম্বরে। ফেসবুক পেইজ: https://www.facebook.com/golpowalaeventmanagement
ওয়েবসাইট : https://golpowalabd.com/
অফিস : ৩৩/বি, নিউ ইস্কাটন, রমনা, ঢাকা-১২১৭