শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

২২তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নাদাল

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৫, ২০২২

ইতিহাস গড়লেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৪তম শিরোপা জিতলেন টেনিস মহারথী। পুনরুদ্ধার করলেন লাল দুর্গের মুকুট।

প্যারিসের রোঁলা গাঁরোতে ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৩-০ সেটে হারিয়েছেন স্প্যানিশ তারকা। সব মিলে ওপেন যুগে ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের অনন্য কীর্তি গড়লেন নাদাল।

এবারের ফাইনালের আগে ক্লে কোর্টে বিগত ১১৪ ম্যাচের মধ্যে ১১১ বারই জিতেছেন রাফায়েল নাদাল। গত এক যুগেরও বেশি সময় ধরে রোঁলা গাঁরোতে নাদালের জয়রথ এবারও আটকানো গেলো না।

শিরোপা লড়াইয়ে নোভাক জকোভিচ-রজার ফেদেরারকে ছাড়িয়ে আরও উঁচুতে উঠে গেলেন রাফায়েল নাদাল। লাল দূর্গে সবচেয়ে বেশি বয়সে শিরোপা জিতলেন মাত্র ২ ঘণ্টা ১৮ মিনিটে।

এবারের ফাইনালটা যেন অনেকটা গুরু-শিষ্যের। বাবার কাছ থেকে শিখে নাদালের টেনিস একাডেমি মায়োর্কাতে পরিপক্বতা অর্জন রুডের। স্বপ্নের টেনিস তারকার বিপক্ষে আগে কখনও মুখোমুখি হননি রুড। প্রথম ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এসেই এবার রুডের সামনে নাদাল।

ইতিহাস বলে লাল দূর্গে প্রথম সেট নাদালের প্রায় হাতের মুঠোতেই থাকে। কারণ বিগত ১১৪ খেলাতে ১০৩ বারই প্রথম সেট জেতেন মাদ্রিদ বয়। নরওয়েজিয়ান রুডও নাদালের বিপক্ষে পরাস্ত হন প্রথম সেটে। ৫১ মিনিটের লড়াই শেষে নাদাল সেট জেতেন ৬-৩ গেমে।

দ্বিতীয় সেটে এসে প্রতিরোধের আভাস ২৩ বছর বয়সী রুডের। নাদালের বিপক্ষে এক পর্যায়ে ৩-১ গেমে লিড নেন নরওয়েজিয়ান তারকা। তবে এতেও নাদালের মনোবলে চিড় ধরেনি। নিজের ব্যাকহ্যান্ডে দ্রুতই নাদাল জিতে চলেন একের পর এক গেম। এতে আবারও ৫১ মিনিটে ৬-৩ গেমে সেট জেতেন স্প্যানিশ তারকা।

ইতিহাস ছুঁতে বেশি অপেক্ষা করতে হয়নি নাদালকে। তৃতীয় সেটেই পেলেন কাঙ্ক্ষিত সাফল্য। র‌্যাঙ্কিংয়ের অষ্টম খেলোয়াড় এবার নাদালের কাছে পুরোপুরি ধরাশায়ী। কোনো গেম নষ্ট না করেই জিতলেন তৃতীয় সেট। আর এতেই ২২তম গ্র্যান্ড স্ল্যাম জয় টেনিস মহারথীর। নিকটতম প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার ও নোভাক জকোভিচের চেয়ে এগিয়ে গেলেন দুই শিরোপাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ