শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন

স্কটল্যান্ডে বিধিনিষেধ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : আগস্ট ৯, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্কটল্যান্ডে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। রোববার মধ্যরাতে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

বিবিসি জানায়, সর্বশেষ যেসব বিধিনিষেধ ছিল-তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, স্কটল্যান্ডবাসীরা বিধিনিষেধ প্রত্যাহারের ফলে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে শুরু করেছেন। মহামারি শুরুর পর নাইট ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগে বিধিনিষেধ উঠলেও নাইট ক্লাব বন্ধ ছিল। বিধিনিষেধ প্রত্যাহারের ফলে এই প্রথম সেখানকার নাইট ক্লাবগুলো খুলে যাচ্ছে।রেস্তোরাঁ চালু থাকবে। উন্মুক্ত স্থানে জনসাধারণ জড়ো হতে পারবেন।

তবে বিধিনিষেধ প্রত্যাহার হলেও দেশটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন করোনার সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ