ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী আবারও করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। এই নিয়ে গত তিন মাসে দ্বিতীবার করোনা আক্রান্ত হলেন সোনিয়া।
কংগ্রেসের যোগাযোগ বিভাগের প্রধান এমপি জয়রাম রমেশ একটি টুইট বার্তায় এ তথ্য জানান।
টুইট বার্তায় জয়রাম রমেশ বলেন, কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সরকারি প্রটোকল অনুযায়ী তিনি আইসোলেশনে থাকবেন।
প্রসঙ্গত, গত জুনে কোভিড আক্রান্ত হন সোনিয়া গান্ধী। কোভিডের জেরে ফাঙ্গাল সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন সোনিয়া। জানা যায়, শ্বাসনালীতে সংক্রমণের কারণে তাঁর নাক দিয়ে রক্ত পড়ছিল। প্রায় ২০ দিন তাকে থাকতে হয়েছিল হাসপাতালে।