অলিম্পিকে আরও একদিন পদক তালিকায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে স্বাগতিক জাপান। মঙ্গলবার পর্যন্ত ১০ সোনা জেতা জাপান বুধবার জিতেছে আরও তিনটি। এখন মোট ১৩ সোনা নিয়ে সবার উপরে আছে তারা।
এদিন যুক্তরাষ্ট্রকে টপকে দুইয়ে চলে এসেছে চীন। বুধবার সারাদিনে দুইটি সোনা জিতেছে যুক্তরাষ্ট্র, চীন জিতেছে তিনটি। চীনের সোনা এখন ১২ টি, যুক্তরাষ্ট্রের একটি কম।
তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে যারা আছেন, তারা অনেকটাই পিছিয়ে আছেন শীর্ষ তিনের চেয়ে। ৭ সোনা, ১০ রুপা ও ৬ ব্রোঞ্জ নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে রাশিয়া। ছয় সোনা নিয়ে তার পরই আছে অস্ট্রেলিয়া।