ইউক্রেনের পূর্বাংশের ডনবাসে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। লুহানস্কের লাইমান শহর দখলে নেয়ার পর আরেকটি শহর সেভেরোদোনেৎস্কেও চারপাশ থেকে ঘিরে রেখেছে বলে দাবি করেছে রুশ বাহিনী।
তবে তাদের এই দাবি অস্বীকার করলেও রাশিয়া শহরের একটি অংশ দখল করেছে বলে স্বীকার করেছে ইউক্রেন।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডনবাসের বর্তমান পরিস্থিতি খুবই কঠিন। তাই প্রতিরক্ষা বাড়িয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অপরদিকে, রুশ প্রেসিডেন্ট ভাাদিমির পুতিন ইউক্রেনের সংস্কৃতি ও পরিচয়কে মুছে ফেলার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
অন্যদিকে, ইউক্রেনে রাশিয়ার কথিত যুদ্ধাপরাধের তদন্তে সহযোগিতা করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর।