রাশিয়া ‘মিসাইল সিস্টেমসহ’ নানা ধরণের অস্ত্র মজুদ করা এবং ইউক্রেনের বিভিন্ন স্থানে গোলা নিক্ষেপের জন্য ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা ব্যবহার করছে। কিয়েভের পারমানবিক সংস্থার একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।
ইউক্রেনের দক্ষিণ-পূবাঞ্চলে দনিপ্রো নদীর তীরে অবস্থিত জাপোরিঝিয়া পারমানবিক বিদ্যুৎ স্থাপনা রাশিয়ার ইউক্রেন অভিযানের শুরুর দিকেই মস্কোর দখলে আসে। তবে এই স্থাপনাটি এখনো ইউক্রেনের স্টাফরাই পরিচালনা করছে।
ইউক্রেনীয় পারমানবিক সংস্থার প্রেসিডেন্ট এনারগোয়াতম শুক্রবার টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাতকারে বলেন, প্রায় ৫শ’ রুশ সেনা এই স্থাপনাটি নিয়ন্ত্রন করছে এবং এখানকার পরিস্থিতি ‘খুবই উত্তেজনাপূর্ণ।’
তিনি আরো বলেন, রুশ সেনারা এখানে মিসাইল সিস্টেমসহ নানা যন্ত্রপাতি আনছে। তারা ইতোমধ্যেই আশেপাশে গোলা নিক্ষেপ করেছে।