বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

সরকারের অবহেলা সীতাকুণ্ডের দুর্ঘটনার জন্য দায়ীঃ ফখরুল

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৭, ২০২২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্যাসের দাম বাড়িয়ে সরকার মরার ওপর খাড়ার ঘা দিয়েছে। সরকারের অবহেলা, সমন্বয়হীনতার কারণে সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে এ ঘটনায় দায়ীদের হত্যাকাণ্ডের অভিযোগে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৭ জুন) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির বৈঠকের এসব কথা বলেন মহাসচিব।

এসময় সভায় সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করা হয়। অবিলম্বে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন, দায়ীদের চিহ্নিত করে দ্রুত আওতায় আনার দাবি জানানো হয়।

একই সাথে নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার দাবি জানান হয় স্থায়ী কমিটির সভায়। মির্জা ফখরুল বলেন, একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে, অন্যদিকে গ্যাসের দাম বাড়িয়ে জীবনযাত্রায় ব্যয় বাড়িয়েছে সরকার। অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে পূর্বের দামে ফিরিয়ে আনার দাবি জানানো হয় সভায়। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৯ জুন ঢাকাসহ সকল মহানগরে, ১১ জুন সকল জেলায় এবং ১৩ জুন উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ