শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

সংগীতশিল্পী হায়দার হোসেন হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৮, ২০২২

সংগীতশিল্পী হায়দার হোসেন হাসপাতালে ভর্তি আছেন। ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গায়কের স্ত্রী নুসরাত জাহান।

জানা যায়, ৫৮ বছর বয়সী এ গায়ক কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন।

গায়কের স্ত্রী নুসরাত জানান, মঙ্গরবার সকালের দিকে অসুস্থতাবোধ করলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

‘আমি ফাইসা গেছি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের এ শিল্পী একাধারে গীতিকার, সুরকার, গিটারবাদক ও কী-বোর্ড বাদক। গত কয়েক বছর ধরে গানে অনিয়মিত রয়েছেন রছেন তিনি।

বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন হায়দার হোসেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীত পেশার সাথে সম্পৃক্ত। বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন তিনি এবং এরপর পপ সম্রাট আজম খান এর সঙ্গে কাজ করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ