বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

শুধু কুমিল্লা নয়, কোনো নির্বাচনেই যাবে না বিএনপি: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : জুন ১৫, ২০২২
শুধু কুমিল্লা নয়, পুরো নির্বাচান কমিশনকে ধ্বংস করেছে সরকার: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরো নির্বাচন কমিশনকে (ইসি) ধ্বংস করেছে এ সরকার। তাই শুধু কুমিল্লা সিটির নয়, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনেই যাবে না বিএনপি।

বুধবার (১৫ জুন) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনকে সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে, ভোট দিতে পারে না সাধারণ জনগণ, ভোটকেন্দ্রেও যেতে পারে না। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

তিনি অভিযোগ করেন, নিজেরা বৃত্ত তৈরি করছেন, বিদেশে টাকা পাচার করছেন, সেই টাকা বৈধ করতে আইন তৈরি করছেন, এ দেশ এখন আর সভ্য গণতান্ত্রিক দেশ নেই, এ দেশ এখন বর্বর, অসভ্য, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, স্থায়ী কমিটির সদস্য আলমামুন, যুবদলের সভাপতি আবুনুর চৌধুরীসহ জেলা বিএনপির অন্যান্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ