শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

লা লিগার নতুন মৌসুমে রিয়াল-বার্সার লড়াই হবে কবে?

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৪, ২০২২

স্প্যানিশ লা লিগার ২০২২-২৩ মৌসুমের সূচি প্রকাশিত হয়েছে। চলতি বছরের ১৪ আগস্ট পর্দা উঠবে স্পেনের এই শীর্ষ ফুটবল লিগের ৯২তম আসর। আসরের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২০২৩ সালের ৪ জুন।

বৃহস্পতিবার (২৩ জুন) স্থানীয় সময় বিকালে লা লিগার নতুন মৌসুমের সূচি ঘোষণা করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। প্রথম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে তুলনামূলক সহজ প্রতিপক্ষের।

তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল-বার্সার এল ক্লাসিকোর জন্য অপেক্ষা করতে হবে দুই মাস। নবম রাউন্ডে মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর। ম্যাচের ভেন্যু রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। আর ২৬তম রাউন্ডে আগামী ১৯ মার্চ পরের এল ক্লাসিকো গড়াবে বার্সার মাঠে।

আসন্ন কাতার বিশ্বকাপের জন্য এবার লা লিগার মাঝপথে থাকছে লম্বা বিরতি। ফুটবলের মহাযজ্ঞের পর আগামী ২০২৩ সালের ঠিক আগমুহূর্তে ফের চালু হবে আসর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ