শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন

ম্যান সিটি জিতেছে, বিধ্বস্ত ম্যান ইউ

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৪, ২০২২

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয়ের দেখা পেয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। তবে নবাগত দলের কাছে বিশাল ব্যবধানে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শনিবার রাতে ঘরের মাঠে শুরুতেই লিস্টার সিটিকে চেপে ধরে আর্সেনাল। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রাখে লিস্টারের ডিফেন্ডারদের। ফল পেতেও তাদের খুব বেশি দেরি হয়নি। এ মৌসুমেই আর্সেনালে নাম লেখানো গ্যাব্রিয়েল জেসুস গোলের খাতা খুলেন।

এর ১২ মিনিট পর আবার এগিয়ে যায় আর্সেনাল। এবারও গোল করেন জেসুস। তাতে ২-০ তে এগিয়ে বিরতিতে যায়। বিরতির পর মাঠে ফিরে লিস্টারের পাল্টা আক্রমণে খেই হারায় আর্সেনাল। ৫৩তম মিনিটে আর্সেনালের সালিবা নিজেদের জালে বল পাঠিয়ে দেয়।

এর মিনিট তিনেক পর লিডটা আরেকটু বাড়িয়ে নেন গ্রান্ড শাকা। এরপর ৭৪তম মিনিটে ম্যাডিসনের গোলে ম্যাচে ফেরে লিস্টার। তবে মিনিট খানেক পর মার্টিনেলির গোলে আবারো পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত তারা হারে ৪-২ ব্যবধানে।

এদিকে, নিজেদের মাঠে বোর্নমাউথকে কোনো পাত্তা দেয়নি চ্যাম্পিয়ন ম্যানসিটি। ১৯তম মিনিটে ইকাই গুন্ডোগানের গোলে এগিয়ে যাওয়া সিটি ৩১ মিনিটে ব্যবধান করে দ্বিগুণ। এবার গোল করেন কেভিন ডি ব্র“ইনা। বিরতির আগে ৩৭তম মিনিটে ব্যবধানটা আরো বাড়ান ফিল ফোডেন।

সিটির চাপে থাকা বোর্নমাউথ বিরতির পর মাঠে ফিরে খেয়ে বসে আরেকটি গোল। এবার অবশ্য তারা নিজেরাই নিজেদের জালে বল জড়ায়। তাতে বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

এদিকে, নবাগত দল ব্রেন্টফোর্ডের মাঠে খেলতে গিয়ে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ৪-০ ব্যধানে হেরেছে তারা। এ নিয়ে মৌসুমের দুই ম্যাচেই হারের মুখ দেখলো এরিক টেন হাগের দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ