বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল মোস্তাফিজুর রহমান টেস্ট ক্রিকেট খেলবে কিনা। তিনি টেস্ট খেলতে চান না, এমন কথাও উঠেছিল মাঝে। তবে অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরেছেন এই বাঁহাতি পেসার।
আগামীতে মোস্তাফিজ নিয়মিত টেস্ট খেলবে কি না এমন প্রশ্নের জবাবে অধিনায়ক সাকিব আল হাসান বললেন, ব্যক্তিগত পছন্দ, প্রাধান্য, ‘কমফোর্ট জোন’কে গুরুত্ব দিতে হবে। মোস্তাফিজ যদি মনে করে, ও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চায় এবং সেটি ওর জন্য ভালো হয়, সেটিই সম্মান করা উচিত।’
গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মোস্তাফিজ। এরপর সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই আবার এ সংস্করণে ফিরছেন এই বাঁহাতি পেসার। এর মধ্যে বাংলাদেশ খেলে ফেলেছে ১২টি টেস্ট ম্যাচ। চোটের কারণে তাসকিন আহমেদ নেই আগামীকাল শুরু হতে যাওয়া সিরিজে। ফলে পেস আক্রমণের নেতৃত্বভাগেই থাকবেন মোস্তাফিজ।