মেয়াদের বাকি দুই বছর পূর্ণ করেই ক্ষমতা ছাড়বেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সেইসাথে আগামী নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন তিনি। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে নিজ বাসভবনে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান গোটাবায়া।
এদিকে, দেশটিতে জ্বালানি থেকে শুরু করে ওষুধ এবং তীব্র খাদ্য ঘাটতি ও নজিরবিহীন মূল্যস্ফীতির জন্য রাজাপাকসে এবং তার পরিবারের সিদ্ধান্তকে দায়ী করেছেন সরকারবিরোধী বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে মার্চের মাঝামাঝি সময় থেকে আন্দোলন করে আসছেন তারা। সরকারের পদত্যাগের দাবিতে দেশটির জনগণের শান্তিপূর্ণ এই আন্দোলন প্রাণঘাতী হয়ে উঠলে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন গোটাবায়ার ভাই মাহিন্দা রাজাপাকসে।
পরে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। দায়িত্ব নেয়ার পর তিনি জাতির উদ্দেশে বলেন, ‘সত্যকে আড়াল করার এবং জনগণের কাছে মিথ্যা বলার কোন ইচ্ছা নেই। আগামী কয়েক মাস শ্রীলঙ্কানদের জীবনের জন্য সবচেয়ে কঠিন সময় হবে।’