আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে মানুষের অধিকার কেড়ে নিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১২ বছর আগে নিখোঁজ বিএনপি নেতা চৌধুরী আলমের পরিবারের সাথে রাজধানীর খিলগাঁওয়ের বাসায় দেখা করতে গিয়ে আজ শুক্রবার (২৪শে জুন) একথা বলেন তিনি।
মির্জা ফখরুলের অভিযোগ, গণতান্ত্রিক আন্দোলন দমন করতেই গুম, খুন, নির্যাতনের পথ বেছে নিয়েছে ক্ষমতাসীনরা। দেশে বানভাসী মানুষের সহায়তায় সরকার কিছুই করছে না বলেও অভিযোগ করেন তিনি। অবিলম্বে ক্ষতিগ্রস্ত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব।