রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৩তম বিসিএস: মৌখিক পরীক্ষা ৩ সেপ্টেম্বর থেকে সোলসের নতুন গান ‘যদি দেখো’ রংপুরে ১৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি ‘খালেদা জিয়ার ধারণা ছিল আমি মারা যাব’ সর্বজনীন পেনশন ঘোষণা করল বৈশাখী টিভি কাদিসের প্রবল প্রতিরোধ ভেঙে বার্সার জয় ভোটের আগেই প্রবাসীদের এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছেন না চমক ঋণের ৫ কোটি ডলার ফেরত দিল শ্রীলংকা নবীনগর গ্র্যাজুয়েট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের  প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কমেছে সোনার দাম নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের ‘বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৩’ অনুষ্ঠিত প্যান্ডেলে বসে নেতা-কর্মীদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী হজ করতে গিয়ে ৫ ঘন্টা নিখোঁজ ধর্ম প্রতিমন্ত্রী!

‘ভয়ংকর বিস্ফোরণে’ ছিন্নভিন্ন টাইটান

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৩, ২০২৩
‘ভয়ংকর বিস্ফোরণে’ ছিন্নভিন্ন টাইটান

আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ আরোহী নিয়ে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া ডুবোযান টাইটান ও এর পাঁচ আরোহী ‘ভয়ংকর বিস্ফোরণে’ ছিন্নভিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। গভীর সমুদ্রে সম্পূর্ণ বৈরি পরিবেশে অভিযান চালিয়ে আরোহীদের দেহাবশেষ উদ্ধারের সম্ভাবনা একদম ক্ষীণ বা নেই বললেই চলে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের কর্মকর্তা রিয়ার এডমিরাল জন মাগার বলেন, ধ্বংসস্তূপের যে চিত্র পাওয়া গেছে তা ‘বিপর্যয়কর বিস্ফোরণের’ সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এই অবস্থায় সেখান থেকে টাইটানের ধ্বংসাবশেষ ও আরোহীদের ছিন্নভিন্ন অঙ্গ-প্রতঙ্গ ও দেহাবশেষ উদ্ধার করা কখনই সম্ভব হবে না। টাইটানের ৫টি বড় টুকরো পাওয়ার পর তিনি এসব তথ্য জানান। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট।

পাঁচ আরোহীর মৃতদেহ খুঁজে পাওয়া নিয়েও কোনো আশা দেখাতে পারেননি কর্তৃপক্ষ। রিয়ার এডমিরাল জন মাগার আরও বলেন, ‘ওই পাঁচজনের মৃতদেহ হয়ত কখনও মিলবে না। কারণ মহাসাগরের তলদেশের পরিবেশ অবিশ্বাস্যরকম নির্মম এবং ভয়ানক ঠান্ডা।’

ওশানগেইট থেকেও এক বিবৃতিতে তারা ‘দুঃখজনকভাবে হারিয়েই গেছেন’ বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক চিকিৎসক জানিয়েছেন, টাইটান ও এর পাঁচ আরোহীর মর্মান্তিক ও চূড়ান্ত পরিণতির আগের মুহুর্তে যা ঘটে থাকতে পারে যানটিতে।

সমুদ্রের নীচের চিকিৎসা, ওষুধ এবং বিকিরণ স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ ডা. ডেল মোলে মার্কিন নৌবাহিনীর সাবেক পরিচালক।

তিনি সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছেন, আরোহীদের মৃত্যু দ্রুত এবং বেদনাহীন হয়ে থাকতে পারে। সমুদ্রের গভীরে অবিশ্বাস্য ও ভয়াবহ চাপের আঘাতে তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যু হয়েছিল।

মোলে বলেছেন: `দুর্ঘটনাটি এতই আকস্মিক হয়ে থাকতে পারে যে আরোহীদের কেউই তা কয়েক মুহূর্ত আগেও বুঝে উঠতে পারেননি যে কী ভয়ংকর পরিণতি ঘটতে যাচ্ছে তাদের ভাগ্যে।

‘এটা হয়তো এক মিনিটের কম সময়ের মধ্যে ঘটেছিল। তারপর টাইটানের সুইচটি বন্ধ হয়ে যায়। হয়তো তারা এক মিলিসেকেন্ড বেঁচে ছিলেন এবং পরের মিলিসেকেন্ডে তাদের নির্মম মৃত্যু হয়।`


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ