শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

ভারতে লোকসভার ৪ কংগ্রেস সদস্য সাময়িক বরখাস্ত

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২৬, ২০২২

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনার দাবিতে প্ল্যাকার্ডসহ বিক্ষোভ করায় লোকসভার চার কংগ্রেস সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

লোকসভার স্পিকার ওম বিড়লা সোমবার (২৫শে জুলাই) তাদেরকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

এদিকে, সাময়িক বরখাস্ত করা ওই সদস্যরা সংসদ ভবনে অবস্থিত গান্ধীজির মূর্তির সামনে অবস্থান নেন। বষাকালীন অধিবেশনের জন্য তাদেও সাময়িক বহিস্কার করা হয়।

চার কংগ্রেস সদস্য হলেন- তামিলনাড়ু থেকে নির্বাচিত মনিকম টেগোর ও জ্যোতিমনি এবং কেরালার রামাইয়া হরিদাস ও টি এন প্রতাপন।

গত এক সপ্তাহ ধরে রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নতুন করে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বসানোর প্রতিবাদে বিরোধী সদস্যরা বিক্ষোভ করছিলেন এবং অবিলম্বে আলোচনার দাবি জানাচ্ছিলেন। তাঁরা সংসদের কক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতি ও বিবৃতির দাবি জানান। প্রথম সপ্তাহের প্রতিদিনই এ জন্য সভা মুলতবি করে দেওয়া হয়। সোমবার নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শেষ হলে স্পিকার এভাবে বিক্ষোভ দেখানো বরদাশত না করে চার কংগ্রেস সদস্যকে পুরো অধিবেশনের জন্য বরখাস্ত করেন।

সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে হলে সভার বাইরে যান। ভাববেন না আমি দুর্বল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ