শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

ফের করোনায় বিপর্যস্ত ব্রাজিল

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : জুন ৩০, ২০২১

 

ব্রাজিলে একদিনে মৃত্যুবরণ করেছেন ১৯শ’র বেশি মানুষ। প্রায় দ্বিগুন হারে বেড়ে নতুন শনাক্ত ৬৫ হাজার। এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৮৫ লাখ ১৩ হাজারের বেশি।

এদিকে, চতুর্থ ভ্যাকসিন হিসেবে ভারতে মডার্নার টিকাকে জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে দেশটির প্রশাসন। আর মার্কিন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, আলফা ও ডেল্টা দুটি ধরনের বিরুদ্ধেই যথেষ্ট কার্যকর।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৬০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দেড় হাজারের বেশি। নতুন করে মারা যাওয়াদের নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনে। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৭৭২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৬০ হাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ