ফরাসি ওপেনের ফাইনালে মুখোমুখি হবেন ক্যাসপার রুড ও রাফায়েল নাদাল। মারিন সিলিচকে হারিয়ে ক্যাসপার রুড ও আলেকজান্ডার জেরেভের ইনজুরির কারণে নাদাল রোলাঁ গাঁরোয় ফাইনাল নিশ্চিত করেন।
প্যারিসে শুক্রবার (তেসরা জুন) দ্বিতীয় সেমি-ফাইনালে ২০১৪ ইউএস ওপেন চ্যাম্পিয়ন সিলিচের বিপক্ষে অষ্টম বাছাই রুড জেতেন ৩-৬, ৬-৪, ৬-২, ৬-২ গেমে।
প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন নরওয়ের ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। গ্র্যান্ড স্ল্যামের এককে ফাইনালে ওঠা নরওয়ের প্রথম খেলোয়াড়ও তিনিই।
এদিকে, প্যারিসে নাদালের চোখে চোখ রেখে লড়ছিলেন জেরেভ। তবে ভাগ্য তার মোটেও সহায় ছিল না। ম্যাচ প্রায় তিন ঘণ্টা গড়িয়ে গেছে তখন। হঠাৎই খেলার মাঝে কোর্টে শুয়ে পড়লেন আলেকজান্ডার জেরেভ। মাঠে যখন ফিরলেন তখন দেখা গেল তিনি ক্রাচে ভর করে হাঁটছেন।
প্রথম সেমি-ফাইনালে প্রথম সেট নাদাল ৭-৬ (১০-৮) এ জেতার পর দ্বিতীয় সেটে যখন ৬-৬ সমতা, চোট পেয়ে হুইল চেয়ারে কোর্ট ছাড়েন আলেক্সান্ডার জেরেভ।