পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের তিল পরিমাণ ক্ষতি হলে আত্মঘাতি হামলা চালাবে তার দল। সোমবার এক টুইটার বার্তায় শেহবাজ শরীফ সরকারকে এই হুঁশিয়ারি দিয়েছেন পিটিআই পার্টির আইনপ্রণেতা আতাউল্লাহ। এসময় তিনি বলেন, আত্মঘাতি হামলা চালাতে তার দলের লোকজন প্রস্তুত। ইমরান খানের মাথার একটি চুলেরও যদি ক্ষতি হয়, তবে মেহবাজ ও তার পরিবারের কেউ রেহাই পাবেনা বলেও সতর্ক করেন তিনি।
এদিকে, আগাম জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্রই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা। রোববার রাতে তিনি বলেন, ইমরানের বিরুদ্ধে দাঙ্গা, রাষ্ট্রদ্রোহ, হিংসা ও বিশৃঙ্খলা সৃষ্টি, সশস্ত্র হামলাসহ নানা অভিযোগে ২৪টি মামলা দায়ের হয়েছে। জামিনের মেয়াদ শেষ হলে সাবেক প্রধানমন্ত্রীর বানি গালার বাসভবনের সামনে মোতায়েন রক্ষীরাই তাঁকে গ্রেফতার করবেন।’