পদ্মা নদীর শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটের শরীয়তপুর টার্নিংয়ে দুইটি ফেরির সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন আরো একজন।
আজ (রোববার) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ ভ্যানচালকের নাম মোহাম্মদ খোকন। তার বাড়ি ঝালকাঠি জেলায়।
বিআইডব্লিউটিসি’র সূত্র জানায়, ‘যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিলো। আর মাঝিকান্দির ঘাট থেকে শিমুলিয়া যাচ্ছিল অন্য একটি ফেরি । এসময় পদ্মা নদীর টার্নিং পয়েন্টে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়। আহত হয় আরো ১৫ জন। এছাড়া একজন নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। ‘
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবল স্রোতের কারণে রাতে ফেরি চলতে সমস্যা হয়। ভোর রাতের দিকে বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল ফেরি শরীয়তপুর টার্নিং পয়েন্টে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এ সময় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় দুটি ফেরিই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে মুচড়ে যায় ফেরির কয়েকটি যানবাহন।
তবে ফেরি দুটো নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে এই রুটে ছয়টি ফেরি চলাচল করছে। দুর্ঘটনাকবলিত ফেরিতে অর্ধশতাধিক যান এবং দুই শতাধিক যাত্রী ছিলেন।