বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

নেশন্স লিগে অঘটনের শিকার ফ্রান্স ও ক্রোয়েশিয়া

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৪, ২০২২

পরাজয় দিয়ে উয়েফা নেশন্স লিগে যাত্রা শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। পিছিয়ে পড়েও ফরাসিদের ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ক। এছাড়াও হেরেছে বিশ্বকাপের আরেক ফাইনালিস্ট ক্রোয়েশিয়াও। তাদের ৩-০ গোলে হারিয়েছে রাল্ফ র‍্যাংনিকের অস্ট্রিয়া। অপর ম্যাচে হাইভোল্টেজ লড়াইয়ে একপেশে জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। বেলজিয়ামকে ৪-১ গোলে উড়িয়েছে ডাচরা।

বিশ্ব চ্যাম্পিয়নতো বটেই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। একঝাঁক তারকায় ঠাসা দল নিয়ে ফেভারিট হিসেবেই নেশন্স লিগের তৃতীয় আসরে নেমেছিলো ফ্রান্স।

ঘরের মাঠ স্তাদ দে ফ্রান্সে শুরুটাও করেছিলো স্বাগতিকরা। বিরতির পর ড্যানিশ ডিফেন্সকে বোকা বানিয়ে ডেডলক ভাঙ্গেন ফর্মের তুঙ্গে থাকা কারিম বেনজেমা। সেই লিডের স্থায়ীত্ব ছিল মাত্র ১৭ মিনিট। দারুণ ভলিতে ডেনমার্ককে সমতায় ফেরান কর্নেলিয়াস।

ড্যানিশদের প্যারিস জয়ের নায়কও তিনি। নির্ধারিত সময়ের মাত্র দুই মিনিট আগে স্বাগতিকদের স্তব্ধ করেন এই অ্যাটাকার। জাতীয় দলের জার্সিতে প্রথমবার পূর্ণ করেন গোলের জোড়া। জোড়া গোল পেতে পারতেন কারিম বেনজেমাও। তবে ফরাসি স্ট্রাইকারের উৎসবে পানি ঢেলে দেয় অফ সাইডের বাঁশি।

পরাজয়ে আসর শুরু করেছে বেলজিয়ামও। হাইভোল্টোজের তমকা পাওয়া ম্যাচে একপেশে জয় পেয়েছে নেদারল্যান্ডস। ব্রাসেলসে স্বাগতিকদের জালে রীতিমতো গোল উৎসবে মেতেছিলো ডাচরা। বিরতির আগে শুরুটা বার্গউইনের।

দ্বিতীয়ার্ধে গোলের মিছিলে যোগ দেন মেমপিস ডিপাই ও ডেনজাল ডামফ্রিস। ১৪ মিনিটের ব্যবধানে ডিপাই দেখান ডাবল স্ট্রাইকার। অতিরিক্ত সময়ে স্বান্তনার এক গোলে ব্যবধান কমান মিচি বাতশুয়াই।

চমকের রাতে হেরেছে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াও। স্বাগতিকদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে অস্ট্রিয়া অধ্যায় শুরু করেছেন সাবেক ম্যান ইউ কোচ রাল্ফ র‍্যাঙনিক।

স্বাগতিকদের বিপক্ষে ৪১ মিনিটে উৎসবের শুরু করেন মার্কো আর্নোতোভিচ। মাঝে মিকাইল গ্রেগোরিতচ আর শেষটা মার্সেল সাবিৎজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ