বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

তবে কী হার্দিক পান্ডিয়াই ভারতের পরবর্তী অধিনায়ক?

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৩১, ২০২২

অনেক আগেই ভারতীয় ক্রিকেটের ব্যাডবয় তকমা পেয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে ধীরে ধীরে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন হার্দিক। প্রথমবার অধিনায়ক হয়েই গুজরাটকে জিতিয়েছেন আইপিএল শিরোপা।
এরপর চারদিকে শুধু হার্দিকের প্রশংসা। সঙ্গে সমালোচিত ব্যক্তিত্ব থেকে তার বদলে যাওয়ার গল্প। ব্যাডবয় হার্দিক পান্ডিয়ার ব্যাটিং-বোলিং সবার জানা। নতুন করে জানলো ক্যাপ্টেন্সির কারিশমা।

এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জিতেছেন চার শিরোপা। মুম্বাই তাকে দলে না রাখায় আইপিএলের নবাগত দল গুজরাট তার প্রতি ভরসা রেখেছিল। সেই ভরসার প্রতিদানও বেশ ভালোভাবে দিয়েছেন হার্দিক।

নিলামের পর নতুন দল গুজরাটকে নিয়ে আশাবাদী হওয়ার মত লোক ছিল খুবই কম। কখনো ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা না থাকা হার্দিক প্রথমবারই চ্যাম্পিয়ন।

শরীর জুড়ে ট্যাটু, কানে হিরের দুল। ব্যাডবয় হার্দিক দায়িত্ব পেয়ে একদম কুল। ব্যাট-বল হাতেও দারুণ সফল। আইপিএল দেখলো পান্ডিয়ার নতুন রূপ। এখন তাকে ভাবা হচ্ছে ভারতের ভবিষ্যৎ ক্যাপ্টেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ