শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

টাইগার বোলাররা নিজেদের সেরাটা দিতে পারেনি: মোস্তাফিজ

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৬, ২০২২

তৃতীয় টি টোয়েন্টিতে নিজেদের সেরাটা দিতে চান পেসার মোস্তাফিজুর রহমান। নিজেকে নিয়েও প্রতিদিন কাজ করছেন। প্রথম দুই টি টোয়েন্টিতে বাংলাদেশ বোলাররা নিজেদের সেরাটা দিতে পারেনি সরল স্বীকারক্তি মোস্তাফিজের।

রহস্যময় মোস্তাফিজুর রহমানের অস্ত্র কি তবে সবার জানা হয়ে গেলো? কেন এখন আর আগের মত কাটারগুলো ভয় ধরায় না ব্যাটারদের মনে। ব্যাখ্যাসহ উত্তরটা নিজেই দিলেন মোস্তাফিজুর।

টাইগার পেসার মোস্তাফিজুর রহমান বলেন, এশিয়ান উইকেট একরকম, এশিয়ার বাইরের উইকেটটা বেশি ভালো। ট্রু উইকেট থাকে। আমি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার। এশিয়ার মধ্যে দেখবেন অন্য টিমের ১৫০ করতেও কষ্ট হয়। এশিয়ার বাইরে দুইশ রানও সেফ না। এ কারণে ইকোনমিও বাড়তে পারে, আমার যেটা মনে হয়।

উইকেটতো বটেই নিজের ইনজুরির আগে-পরেও বদলে গেছে তার পারফরম্যান্সের গ্রাফ। তবে উন্নতির চেষ্টাটা সবসময়ই আছে মোস্তাফিজের।

দ্য ফিজ বলেন, আপনারা না পেতে পারেন (আগের মোস্তাফিজ)। আমি মনে করি, আমার দিক থেকে…আমার অপারেশনের পর এক-দেড় বছর হয়তো তেমন ভালো ছিল না পারফরম্যান্স। শেখার তো শেষ নেই। ইমপ্রুভ প্রতিদিন করা যায়। আমি চেষ্টা করছি আরও ইমপ্রুভ করার জন্য। কী করে অন্য ভালো বোলারদের মতো হওয়া যায়। ফিটনেস বলেন, কোচদের পরামর্শ নেওয়া বলেন, আমি শিখছি আরও।

লাল বলের মত সাদা বলেও সফল হতে পারেননি মোস্তাফিজ। তবে সিরিজের বাকি অংশের প্রত্যাশার কথা বলেছেন।

টাইগারদের বাঁ-হাতি পেসার বলেন, আমরা অনেক বাজে বোলিং করেছি। আমরা চেষ্টা করবো যাতে ভালো বোলিং করতে পারি।

মঙ্গলবার বোলারদের সঙ্গে আলাদা করেই বসেছিলেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দিয়েছেন নতুন পরিকল্পনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ