ঝড় ও ভারী বর্ষণের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন ভারতের দিল্লি ও এর আশপাশের কিছু এলাকা। বৈরী আবহাওয়ার কারণে দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরসহ আরও কয়েকটি বিমানবন্দরে যথাসময়ে ফ্লাইট পরিচালনা বিঘ্নিত হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের আপডেট খবর নেয়ার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। সোমবার এই তথ্য জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন।
দিল্লি ও এর আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টিপাতসহ বজ্র-বৃষ্টি অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে, কানাডার পূর্বাঞ্চলীয় অন্টারিও ও কুইবেক প্রদেশে বজ্রঝড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫ জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৯ লাখ মানুষ।