জয় বাংলা স্লোগানকে বিএনপি নিষিদ্ধ করেছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, বিএনপি রাজাকারদের ইন্ধন দিয়েছিল। তারেক রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইস্যু সৃষ্টি করে বিএনপি ষড়যন্ত্র করছে জানিয়ে মির্জা আজম বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে চায় তারা। প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জমায়েত হতে থাকেন।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন, শিক্ষামন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।