ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন রাশিয়ার বিপক্ষে চলমান যুদ্ধে তাদের বিজয় সুনিশ্চিত। যুদ্ধের শততম দিনে দেয়া ভাষণে জনগণকে বিজয়ের এ প্রতিশ্রুতি দেন।
এদিকে যুদ্ধের ১০০ দিন পার হলেও রাশিয়ার আক্রমন কমেনি। ইউক্রেনের পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে এখনো হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
তবে, সেভেরোদোনেৎস্ক শহরের প্রায় ২০ শতাংশ হারানো অঞ্চল পুনরুদ্ধার করেছে করেছে বলে দাবি করেছে ইউক্রেনের লুহানস্কের পূর্বাঞ্চলীয় অঞ্চলের প্রধান।
অপরদিকে, ইউক্রেনের যুদ্ধের ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি রয়েছে এবং খাদ্য সংকট সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।