বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, অন্যায়-দু:শাসন দেশকে গ্রাস করেছে। অবস্থার পরিবর্তনে আন্দোলনের বিকল্প নেই বলে জানান তিনি। জনগণের টাকায় পদ্মাসেতু নির্মাণ করে ক্ষমতাসীনরা লুটপাট চালিয়েছে বলেও মন্তব্য করেন বিরোধী নেতারা
বুধবার (২৫ মে) সাম্যের কবি, বিপ্লব ও বিদ্রোহের কবি, কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, অন্যায়-অবিচারের মাধ্যমে দেশ চালাচ্ছে ক্ষমতাসীনরা। এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। পদ্মাসেতু নির্মাণ করে ক্ষমতাসীনরা লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেন, বিএনপি নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানান বিরোধী নেতারা। যে কোন অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিএনপির শক্ত অবস্থানের কথাও জানান, নেতারা।