চালের মূল্য বৃদ্ধিতে সরকার নিজেই ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবৈধ মুনাফার জন্য সরকার নিজেই কারসাজি করে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। ছাত্রদলের আহত এক নেতাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন ।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্ষমতাসীনরাই দায়ী।
তিনি বলেন, ক্ষমতাসীনরা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে । দেশকে বাঁচাতে এ সরকারের পতন ঘটানো ছাড়া আর কোন বিকল্প নেই। খন্দকার মোশাররফ বলেন, সরকারের বিদায় ছাড়া গণতন্ত্র আসবে না। সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি আহবান জানান দলের স্থায়ী কমিটির এ সদস্য ।